কক্সবাজার, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ভোজ্যতেল আমদানিতে আরও ৫ শতাংশ ভ্যাট কমল

সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেল আমদানিতে মূল্য সংযোজন কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

এতে বলা হয়, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের ভ্যাট ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

নেটফ্লিক্সে অভিষেক হতে যাচ্ছে শাহরুখপুত্র আরিয়ানেরনেটফ্লিক্সে অভিষেক হতে যাচ্ছে শাহরুখপুত্র আরিয়ানের
ভোজ্যতেলের এ অব্যাহতি সুবিধা চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। এ উদ্যোগের ফলে তেলের দামে ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

১০ হাজার শাড়ি, ৮০০ কেজি রুপা ও ২৮ কেজি সোনার মালিক ছিলেন যে অভিনেত্রী!১০ হাজার শাড়ি, ৮০০ কেজি রুপা ও ২৮ কেজি সোনার মালিক ছিলেন যে অভিনেত্রী!
এর আগে গত ১৭ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পামতেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে আরোপনীয় ৫ শতাংশ মূসক অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার এ অব্যাহতির আদেশের ফলে বর্তমানে কেবল আমদানি পর্যায়ে ৫ শতাংশ মূল্য সংযোজন কর বলবৎ থাকলো।

পাঠকের মতামত: