কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ভাসানচর থেকে পালানো ৩ রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানো তিন রোহিঙ্গাকে সুবর্ণচর উপজেলায় আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দালালের মাধ্যমে ভাসানচর থেকে কক্সবাজারের টেকনাফ যাওয়ার জন্য ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়েছেন বলে পুলিশকে জানায়।

আটককৃত রোহিঙ্গারা হলো, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৬৩ নম্বর ক্লাস্টারের জয়নাল হোসেন (২৪), মো. জুবায়ের (২৩) ও জোহরা খাতুন (১৫)।

সোমবার (৫ সেপ্টেম্বর) দিবাগত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় লোকজন।

চরজব্বর থানার ওসি দেবপ্রীয় দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতরাতে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এক কিশোরীসহ দুজন তরুণ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় স্থানীয়রা তাদের আটক করে। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন। কক্সবাজারের টেকনাফ যাওয়ার উদ্দেশে দালালের মাধ্যমে ট্রলার যোগে হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে এসেছেন। পরে চরজব্বর থানায় খবর দিলে রাত ১২টার দিকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: