সাঁতার কেটে ভাসানচর থেকে পালানোর সময় চার রোহিঙ্গাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। তারা হলেন- মো. রফিক, মো আজিজ, জুবায়ের হোসেন এবং আজিজ মোল্লা। রবিবার সকালে সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
সন্দ্বীপ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সাঁতার কেটে ভাসানচর থেকে সন্দ্বীপ আসেন চার রোহিঙ্গা।
এসময় তাদের জেরার এক পর্যায়ে ভাসানচর থেকে পালিয়ে আসার কথা স্বীকার করেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। সোমবার তাদের ফের ভাসানচরে পাঠানো হবে।
পাঠকের মতামত: