কক্সবাজার, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

ভাষা শহীদদের প্রতি টেকনাফ পৌর ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

প্রেস বিজ্ঞপ্তি::

একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন টেকনাফ পৌর ছাত্রলীগ পরিবার।

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে টেকনাফে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন শুরু করেছে।

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে টেকনাফ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন এর নেতৃত্বে টেকনাফ উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ সকাল ৮ টা ১টি মিনিটে টেকনাফ পৌর ছাত্রলীগ পরিবার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’বাজানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলমসহ পৌর ছাত্রলীগের আওতাধীন সকল ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: