জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিনে ২৩৭ রানের লিড নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। দলের দুই ওপেনার সাইফ হাসান ও সাদমান ইসলাম শুরু থেকেই দারুণ ছন্দে খেলতে থাকেন।
প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারা সাইফ হাসান দ্বিতীয় ইনিংসে করেন ৪৩ রান। সাইফকে প্যাভিলিয়নে ফেরান বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা।
সাইফ হাসান আউট হওয়ার পরপরই বাংলাদেশের লিড তিনশ ছাড়ায়। সাইফ ফিফটি মিস করলেও সাদমান ইসলাম তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। সাদমানের সঙ্গে ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৫৫/১ ব্যাটিং: সাইফ হাসান ৬৯*, নাজমুল হোসেন শান্ত ৩৭*
আউট: সাদমান ইসলাম।
লিড: ৩৪৬ রান।
বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: ব্র্যান্ডন টেইলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), রেগিস চাকাভা, কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, তিমিসেন মারুমা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো।
পাঠকের মতামত: