কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা নিয়ে কোনো বিশৃঙ্খলা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় হুঁশিয়ারি দিয়েছে কুমিল্লার পুলিশ।
শুক্রবার (৯ জুলাই) বিকেল ৫টায় কুমিল্লা সদর সার্কেলের ফেসবুক আইডি থেকে এমন হুঁশিয়ারি দিয়ে পোস্ট করা হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, ‘ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল নিয়ে কেউ আইনশৃঙ্খলা বিরোধী কোনো কাজ করবেন না। এধরনের ঘটনা ঘটলে পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, খেলা উপভোগের বিষয়। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কুমিল্লায় যেন এমন ঘটনা না ঘটে, তাই আগে থেকে সবাইকে সাবধান করে দিচ্ছি। সবাই ঘরে বসে খেলা দেখবেন। বাইরে বের হয়ে জমায়েত করে খেলা দেখা সম্পূর্ণ নিষেধ।
পাঠকের মতামত: