কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে উখিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক::

সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়ায় ‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিনটি উদযাপন উপলক্ষ্যে শনিবার (২ নভেম্বর) সকালে র‍্যালির পর উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ বলেন, “দারিদ্র‍্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। বৈষম্যহীন বাংলাদেশ বির্নিমাণে সমবায়ীদের ভূমিকা রাখতে হবে।”

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সলিম উল্লাহ সভাপতির বক্তব্যে তাঁর দপ্তরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
তিনি জানান, উখিয়ায় মোট সমবায় সমিতির সংখ্যা ২০৭ টি, নারী-পুরুষ মিলিয়ে এসব সমিতিতে সদস্য প্রায় ২০ হাজার।

বক্তব্যে উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার ঝিমিয়ে পড়া ও কার্যক্রম নেই এমন সমিতিগুলোর বিষয়ে তৎপর হতে সংশ্লিষ্ট দের অনুরোধ জানান।
সহকারী পরিদর্শক শ্যামল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উখিয়া থানা বহুমুখী শীল কল্যাণ সমিতির সম্পাদক স্বপন শর্মা, রঙধনু মহিলা সমবায় সমিতির সম্পাদক ফরিদা খাতুন, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি খোরশেদ আলম, পশ্চিম ডিগিলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি জাহেদুল ইসলাম সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও এনজিও প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: