চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় বিশ্রাম কক্ষের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে অবৈধভাবে সংরক্ষণ করা একটি শটগান ও ২৮ রাউন্ড কার্তুজ। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করেছে পুলিশ।
থানার উপ–পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বাদী হয়ে গিয়াস উদ্দিনকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ফঁাঁসিয়াখালী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড ভেন্ডিবাজার এলাকায় গিয়াস উদ্দিনের মালিকানাধীন চৌধুরী ফিলিং স্টেশনে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় ফিলিং স্টেশনের বিশ্রাম কক্ষের খাটের নিচ থেকে একটি শর্টগান ও ২৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। এ সময় জব্দ করা হয় শর্টগানের লাইসেন্সও।
চকরিয়া থানার ওসি (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী অস্ত্র জমা না দেওয়ায় ওই শর্টগানের লাইসেন্স স্থগিত করা হয়। এছাড়া ১৮৭৮ সালের অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
পাঠকের মতামত: