কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দল বাংলাদেশে আসছে জুনে

চলতি বছরের জুনে ফিফা উইন্ডোতে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল বাংলাদেশ সফরে আসবে। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হাসান চৌধুরী।

আর্জেন্টিনার বাংলাদেশ সফরের বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আগামীকাল বুধবার দুপুরে একটি সংবাদ সম্মেলন ডেকেছে বাফুফে। ওই সংবাদ সম্মেলনে বিস্তারিত বিষয় তুলে ধরা হবে।

উল্লেখ্য, গেল মাসে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনা। বিশ্বকাপ জেতার পর থেকেই আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার ব্যাপারে যোগাযোগ শুরু হয়। অবশেষে সেটা আলোর মুখ দেখতে যাচ্ছে।

তবে বাংলাদেশে এসে আর্জেন্টিনা কাদের বিপক্ষে খেলবে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, শর্তাবলি অনুযায়ী জুনে আর্জেন্টিনার বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত হলে তারা কয়েকটি দেশের নামের তালিকা দেবে বাংলাদেশকে। সেই তালিকা থেকে একটি দলকে আনার উদ্যোগ নিবে বাফুফে।

এর আগে ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছি লিওনেল মেসিদের আর্জেন্টিনা। সেবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের বিপক্ষে খেলেছিল নাইজেরিয়া।

পাঠকের মতামত: