কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ কোন গ্রুপে?

সব শঙ্কাকে উড়িয়ে বি গ্রুপ থেকে সবার আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।

নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে এখন সবার ওপরেই বাংলাদেশ। তবে এখনও নিশ্চিত হয়নি সুপার টুয়েলভে কোন গ্রুপে পড়বে টাইগাররা।

কেননা বাকি রয়েছে ওমান ও স্কটল্যান্ডের মধ্যকার গ্রুপের শেষ ম্যাচ।
ম্যাচের ফলাফলের ওপরই মূলত নির্ভর করছে সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপ। ওমান-স্কটল্যান্ড ম্যাচে যদি স্কটিশরা জেতে, তাহলে তিন জয় নিয়ে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। সে ক্ষেত্রে বাংলাদেশকে সুপার টুয়েলভে যেতে হবে রানার্সআপ হয়ে।

অন্যদিকে শেষ ম্যাচটিতে ওমান জিতলে স্কটল্যান্ড ও বাংলাদেশের সমান ২ পয়েন্ট নিয়েও নেট রানরেটের কারণে তারা হবে গ্রুপের রানার্সআপ দল। সে ক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ড খেলতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

প্রথম পর্বের বি গ্রুপে চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভের গ্রুপ-২ এ পড়বে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও প্রথম পর্বে এ গ্রুপের রানার্সআপ হওয়া দল।

অন্যদিকে বাংলাদেশ যদি রানার্সআপ হয়, তাহলে সুপার টুয়েলভে খেলতে হবে গ্রুপ-১ এ। সেখানে তাদের মোকাবিলা হবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও প্রথম পর্বের এ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে।

এখন কোন গ্রুপে পড়বে বাংলাদেশ, তা জানা যাবে ওমান-স্কটল্যান্ডের ম্যাচ শেষ হওয়ার পরই।

পাঠকের মতামত: