কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

বিজিবির বাধায় ঢুকতে পারল না ৩৭ রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর সীমান্ত পাড়ি দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশুসহ ৩৭ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। শনিবার রাত ৯ টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্টে এ অভিযান চালানো হয়েছে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নেত্র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,  ফেরত পাঠানোদের মধ্যে ১৮ জন শিশু, ১১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে।

লে. কর্নেল মহিউদ্দীন বলেন, গতকাল শনিবার রাতে টেকনাফে নাফ নদীর পয়েন্ট সীমান্তে বিজিবির সদস্যদের নিয়মিত নদরদারি অব্যাহত ছিল। এক পর্যায়ে নাফ নদীর শূণ্যরেখা অতিক্রম করে কয়েকটি নৌকা যোগে কিছু সংখ্যক রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেখে। পরে তাদের বহনকারি নৌকাগুলো নাফ নদীর কিনারায় পৌঁছালে বিজিবির সদস্যরা অনুপ্রবেশে বাধা দেয়।

এতে রোহিঙ্গাদের নৌকাগুলি শূণ্যরেখা পেরিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়। এসব নৌকায় অন্তত শিশুসহ ৩৭ জন রোহিঙ্গা ছিলেন।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

পাঠকের মতামত: