কক্সবাজার, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

বারুণী স্নান ও গঙ্গাপূজা অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বী ঐতিহ্যবাহী বারুনী ও গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে বারুণী স্নান ও গঙ্গাপূজা করা হয়।

বৃহস্পিবার সকাল থেকে বারুণীস্নানে হাজারো পূণ্যার্থীর ঢল কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরে দলে দলে স্নান ও পূজায় অংশগ্রহন করেন সানতন ধর্মাবলম্বীরা।

বারুনী স্নানে পাপ মোচন হয় এই বিশ্বাস থেকে প্রতি বছর এতে মিলিত হয় বিভিন্ন বয়সের নারী- পুরুষ।

মঙ্গল প্রদীপ প্রজ্বলন, গীতাপাট, ধর্মীয় আলোচনাসহ বিভিন্ন আয়োজন ছিল বারুণীস্নান উপলক্ষে।

পূণ্যার্থীরা জানালেন পাপ মোচন ও পুণ্য লাভের আশায় স্নান করতে এসে পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করছেন তাঁরা।

বেলা বাড়ার সাথে পূণ্যার্থীদের ভিড় বাড়তে থাকে, পূন্য লাভের আশায় ছুটে আসে সানাতন ধর্মাবলম্বীরা।

পাঠকের মতামত: