হে নববর্ষ-তোমায় বরণ করবে বলে
ফোঁটে আছে বাঙালীর ঘরে ঘরে
আঙিনা ভরে ফুল,
তোমায় বরণ করবে বলে;নব আঙ্গীকে
হৃদয় কাননে জেগেছে নব পুষ্প মুকুল।
হে নববর্ষ-তোমায় বরণে:
উচ্ছল জোয়ারে ভরেছে নদীর দু’কোল,
তোমায় বরণে:
অম্রকাননে উঠেছে নব পল্লবে দোল।
হে নববর্ষ-তোমায় বরণে:
সতেজতায় ভরেছে শিশির ভেঁজা ঘাস,
তোমায় বরণে:
পাখির কোলাহলে মুখরিত অাকাশ-বাতাস।
হে অতিথি বর্ষ:-
রবে তুমি সকল বাঙালীর হৃদয়ের মাঝে
রাখব তোমায় বুকের প্রীতিতে প্রতিটি নিঃশ্বাসে,
প্রতিটি ক্ষণে তোমার মাঝে সুখ-সত্য যেন পাই
এ দেশে মোদের জন্ম সবার জাত ভেদাভেদ নাই।
পাঠকের মতামত: