কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

বাকলিয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

নগরীর বাকলিয়া থেকে এক নারীসহ তিনজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে মিয়াখাঁন নগর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. ফারুক হোসেন (৩৮), মো. আজিম উল্ল্যাহ ওরফে আজিম (৩৮) ও শরীফা বেগম (৩৫)।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুহাম্মদ রুহুল আমীন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনজনকে আটক করা হয়েছ। এসময় তাদের তল্লাশি করলে ১০০০ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পাঠকের মতামত: