মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জের ধরে মন্ডু থেকে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন দেশটির ১২ জন সেনা ও বিজিপি সদস্য।
আজ বৃহম্পতিবার রাত পৌনে ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ৩৫ নম্বর পিলারের দক্ষিণ দিক হয়ে তারা বাংলাদেশ-মায়ানমার সীমানার কাঁটাতার ও তুমব্রু খাল পার হয়ে ভাজাবুনিয়া গ্রামে আশ্রয় নেন।
বিজিবি সূত্রে জানা গেছে, তাদের দেখার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বিজিবিকে খবর দেন। ৩৪ বিজিবির অধীন তুমব্রু বিওপির সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ১২ জনকেই তুমব্রু বিওপিতে নিয়ে যান।
বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছেন।বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি। তারা জানান, আশ্রয় নেওয়াদের কয়েকজনের গায়ে সেনা ও বিজিপির পোশাক রয়েছে। তবে কোনো অস্ত্র নেই।
তারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেন বলেও এলাকাবাসীকে জানিয়েছেন। এ বিষয়ে মোবাইলে কল দিয়ে ৩৪ বিজিবির কর্মকর্তাদের বক্তব্য পায়নি কালের কণ্ঠ।
পাঠকের মতামত: