কক্সবাজার, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর: টেস্ট দল ঘোষণা : কে বাদ পড়লেন, কে ফিরলেন?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা করেছে। দুই টেস্টের এই সিরিজে ২১ জনের দল গড়েছেন নির্বাচকরা।

করোনাভাইরাসের কারণে সাবধানতা হিসেবে শ্রীলঙ্কা কোনো নেট বোলার দেবে না। এ কারণেই অতিরিক্ত কিছু খেলোয়াড় সঙ্গে নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল।

চোটের কারণে দলে সুযোগ পাননি পেসার হাসান মাহমুদ। আইপিএলের কারণে এই টেস্ট সিরিজে খেলতে পারবেন না তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার জায়গায় দলে ফিরেছেন অলরাউন্ডার শুভাগত হোম। প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন মুকিদুল ইসলাম, শহীদুল ইসলাম ও শরিফুল ইসলাম।

২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশের টেস্ট দল : মুমিনুল হক, তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান।

পাঠকের মতামত: