কক্সবাজার, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

বড়াল নদী পূনঃখনন ও সংস্কার কাজের উদ্বোধন

পানি প্রবাহে প্রতিবন্ধকতা হওয়ার কারণে অনেক আগে থেকেই নাব্যতা হারিয়েছে বড়াল নদী। বনপাড়া পৌর শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া এই বড়াল নদী যেন একেবারেই খালে পরিণত হয়েছে। সেই বড়াল নদীর নাব্যতা ফিরিয়ে আনতে বাংলাদেশের ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌরশহর ও বাজারের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই নদী পূনঃখনন ও সংস্কারের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৮ডিসেম্বর) সকাল ১০টায় বনপাড়া বাজারের ব্রিজ সংলগ্ন এলাকায় পূনঃখনন ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বড়াইগ্রাম পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস। প্রকল্পটি বনপাড়া পৌরসভার হারোয়া মিঠুর বাড়ি হতে নটাবাড়িয়া বকুলতলা মূল বড়াল নদী পর্যন্ত ও বনপাড়া রশিদ ডিলারের মোড় এলাকায় কলিম চৌধুরীর বাড়ি হতে বিল চিনিডাঙ্গা পর্যন্ত মোট দৈর্ঘ্য ০৮( আট) কিলোমিটার পূনঃখনণের কাজ করা হবে । এই খনন কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে  এক কোটি উনআশি লক্ষ বিরানব্বই হাজার দুইশত একান্ন টাকা নব্বই পয়সা।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মোঃ আসরাফুল ইসলাম, বনপাড়া পৌর বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক আলহাজ্ব এম লুৎফর রহমান, বড়াইগ্রাম থানা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস সালাম মোল্লা, থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ মোল্লা, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক সালমান হাফিজ, ছাত্রনেতা মোঃ রাকিব সরদার, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ এলাকার সূধীজন।

মোঃ রেজাউল করিম মৃধা
নাটোর প্রতিনিধি
১৮ই ডিসেম্বর বুধবার ২০২৪
মোবাইল -০১৭১৩-৭২৪৮৪৫

পাঠকের মতামত: