অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ৪টিতেই ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখলেন সৌম্য সরকার। ইনিংসের চতুর্থ ওভারে জশ হেইজলউডকে পুল করতে যেয়ে আউট হন সৌম্য। ১০ বলে এক ছক্কায় করেন ৮ রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৪৩ রান। নাইম শেখ ২০ এবং সাকিব ১১ রানে অপরাজিত আছেন।
এর আগে মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ে বাংলাদেশের অধিনায়ক মাহামুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ
বেন ম্যাকডরমট, অ্যালেক্স কারে, মিচেল মার্শ, ময়েসেজ হেনড্রিকস, অ্যাশটন টার্নার, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যান্ড্রু টাই, মিচেল সুয়েপসন, জশ হ্যাজলেউড।
পাঠকের মতামত: