কক্সবাজারের ক্যাম্প থেকে পালিয়ে আসা আট রোহিঙ্গাকে ফেনী থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুন) দুপুরে শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কের হোটেল গোল্ড স্টার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া রোহিঙ্গারা হলেন- কক্সবাজারের কতুপালং ক্যাম্পের আবদুর শুক্কুর (৩০), শফি আলম (২৫), আবদুল মান্নান (২০), এনামুল হক (৩০), জামাল উদ্দিন (২২) ও উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে নুরুল ইসলাম নুরু (২২), মো. ইলিয়াস (৩০), নবী হোসেন (১৮)।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, কক্সবাজারের কুতুপালং ও বালুখালী ক্যাম্পে পরিবার নিয়ে বসবাস করতেন এসব রোহিঙ্গারা। তারা ফেনী শহরে মাদক বিক্রিসহ নানা অপরাধ করে আসছিলেন।
পাঠকের মতামত: