নিজস্ব প্রতিবেদক::
ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে কক্সবাজারের উখিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কোট বাজার সর্বস্তরের তৌহিদী জনতা৷
বুধবার (১৯ মার্চ) রাতে তারাবীহ নামাজ শেষে উপজেলার কোর্টবাজার স্টেশনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।
মিছিলে ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদ জানিয়ে “নারায়ে তাকবীর, আল্লাহু আকবর, বিশ্বের মুসলিম এক হও এক হও” স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো স্টেশন।
প্রতিবাদ মিছিল শেষে পথসভায় বক্তারা বলেন, যুদ্ধবিরতির চুক্তির পরেও ইসরায়েল নৃশংসভাবে গাঁজার নিরীহ মানুষের উপর গণহত্যা চালিয়েছে। এ ঘটনায় জাতিসংঘের কাছে আমরা এটার জবাব চায়। বিশ্বের সকল মুসলিমদের এক হওয়ার আহবান জানাচ্ছি। ফিলিস্তিন জনগণের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার আছে। তাই ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করতে হবে। গণহত্যার অপরাধে সন্ত্রাসী নেতানিয়াহুর আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফেজ রিদুয়ান সহ সর্বস্ততের মুসলিম জনতা৷
পাঠকের মতামত: