টিসি (ছাড়পত্র) ছাড়াই সারা বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে। তবে কোন শ্রেণিতে ভর্তি হবে তা প্রমাণের জন্য ডাইরি, বেতন বই, আইডি কার্ড, বই-খাতা ইত্যাদি উপস্থাপন করতে হবে। আজ রবিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে সারা দেশের বিদ্যালয়সমূহ বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন কারণে ছাত্র-ছাত্রীগণ বর্তমানে শহর ছেড়ে গ্রামে অবস্থান করছেন। বিভিন্ন উত্স হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বেশকিছু কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে। ফলে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়বিহীন হয়ে যেতে পারে।
শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়বিহীন না হয় সেজন্য ভর্তিচ্ছুরা বছরের যে কোনো সময় তাদের বাসস্থান সংশ্লিষ্ট এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবে। তবে প্রধান শিক্ষকগণ কোনো প্রকার টিসি ছাড়াই ডাইরি, বেতন বই, আইডি কার্ড, বই-খাতা ইত্যাদি যাচাই করে ভর্তি করতে পারবেন।
পাঠকের মতামত: