কক্সবাজার, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

প্রধান নির্বাচন ক‌মিশনার না‌সির উদ্দীন কুতুব‌দিয়া যা‌চ্ছেন কাল

নব‌নিযুক্ত প্রধান নির্বাচন ক‌মিশনার এ. এম. এম না‌সির উদ্দীন আগামীকাল শ‌নিবার (৩০ ন‌ভেম্বর) ব‌্যক্তিগত সফ‌রে যা‌চ্ছেন কুতুব‌দিয়ায়।

শ‌নিবার সকাল ১১টার দি‌কে কক্সবাজার হ‌য়ে নিজ বা‌ড়ি কুতুব‌দিয়ায় পৌ‌ছি‌বেন ব‌লে তার ছোট ভাই কুতুব‌দিয়া প্রেসক্লা‌বের সভাপ‌তি, সা‌বেক বড়‌ঘোপ ইউ‌পি চেয়ারম‌্যান আ,ন,ম শহীদ উ‌দ্দিন ছোটন নি‌শ্চিত ক‌রে‌ছেন।

স্বল্প সম‌য়ে তি‌নি গ্রা‌মের বা‌ড়ি‌তে বাবা মা‌য়ের কবর জিয়ারত কর‌বেন। সিই‌সি নিযুক্ত হবার পর এ‌টি তার প্রথম পা‌রিবা‌রিক সফর। ওই দিনই তি‌নি আবার ঢাকায় ফির‌বেন ব‌লে জানা গে‌ছে।

পাঠকের মতামত: