কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় ২০ দিনে সন্ত্রাসীদের গুলিতে গৃহবধূসহ নিহত ৩

মুহাম্মদ জিয়াউদ্দীন ফারুক, চকরিয়া::

কক্সবাজারের পেকুয়ায় গত ২০ দিনে সন্ত্রাসীদের গুলিতে গৃহবধূসহ ৩ জন খুন হয়েছেন। ২০ দিনে ৩ খুনের বিষয়টি এখন টক অব দ্যা কক্সবাজার। ভাবিয়ে তুলছে পুরো জেলা প্রশাসনকে।

জানা গেছে, রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে একটি চায়ের দোকানে সন্ত্রাসীদের ছোড়া গুলি ও কিরিচের কোপে জয়নাল আবেদিন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে।

এ ঘটনায় আলী আকবর (৩৮) ও রিফা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত জয়নাল আবেদীন ওই এলাকার মৃত নুরুন্নবীর ছেলে। আহত আলী আকবর একই ইউনিয়নের আফজালিয়া পাড়ার রুস্তম আলীর ছেলে, রিফা আক্তার ওই এলাকার মহিউদ্দিনের মেয়ে।

এর আগে গত (২৪ এপ্রিল) পূর্ব শত্রুতার জের ধরে রাতে ঘরে ঢুকে নেজাম উদ্দিন (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নেজাম উদ্দিন ওই এলাকার মৃত শাব্বির আহমদের ছেলে।

জমি দখল বেদখলকে কেন্দ্র করে গত (১২ এপ্রিল) মধ্যরাতে পেকুয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে সেলিনা আক্তার (৩৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।

উপজেলার বারবাকিয়া ইউপির বুধামাঝির ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে নিহত গৃহবধু একই এলাকার ফরিদুল আলমের স্ত্রী। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ২ জন আহত হয়।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুর রহমান মজুমদার বলেন, হঠাৎ করে খুনের ঘটনা বেড়ে যাওয়ায় পুরো প্রশাসনকে ভাবিয়ে তুলছে। তিন খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।

পাঠকের মতামত: