কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের পেকুয়ায় আলোচিত জয়নাল আবেদীন হত্যা মামলার পলাতক আসামি নূর মোহাম্মদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকা থেকে চকরিয়া থানা পুলিশের সহায়তায় পেকুয়া থানা পুলিশ নূর মোহাম্মদকে গ্রেফতার করে।

নূর মোহাম্মদ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সাতঘর পাড়ার মৃত আবদুল মালেকের ছেলে। তিনি মগনামা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুুলিশ জানায়, নূর মোহাম্মদ চকরিয়ায় আত্মগোপনে ছিলেন। সেখানে সোর্স লাগিয়ে তার অবস্থান শনাক্ত করে চকরিয়া থানা পুলিশের সহায়তায় পেকুয়া থানা পুলিশ নূর মোহাম্মদকে গ্রেফতার করে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুর রহমান মজুমদার এজাহার নামীয় আসামি নূর মোহাম্মদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

চলতি বছর রমজান মাসে রাতে দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় জয়নাল আবেদীন।

পরদিন তার ছোট ভাই আমিরুজ্জামান বাদী হয়ে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

পাঠকের মতামত: