কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মনোয়ারা বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মৌলভীপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম একই এলাকার আব্দুস শুক্কুরের স্ত্রী। তিনি ছয় সন্তাানের জননী।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় মৌলভীপাড়ার বাসিন্দা জহির উদ্দিন বলেন, সুইচবোর্ডে প্লাগ লাগিয়ে টেবিল ফ্যানের সংযোগ দেন মনোয়ারা। এ সময় ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।

রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নূর বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: