কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে সিদরাতুল মুনতাহা (৫) নামে এক শিশু মারা গেছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পেকুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুনতাহা ওই গ্রামের মো. ইছমাইলের মেয়ে।

নিহত শিশুর পিতা ইছমাইল জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল মুনতাহা।

পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। এক পর্যায়ে বাড়ির পেছনে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য শাহ জামাল পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: