কক্সবাজার, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় চায়ের দোকানের চুলার আগুনে ছয় দোকান পুড়ে ছাই

কক্সবাজারের পেকুয়ায় চায়ের দোকানের চুলা থেকে সৃষ্ট আগুনে ছয়টি দোকানসহ একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন বটতলীয়াপাড়া ষ্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে রাতে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী আবু তাহের জানায়, গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মো. মানিক, আজগর আলী ও নুরুল আবছারের চায়ের দোকান, মুজিবুর রহমানের টেইলার্স, নেজাম উদ্দিনের সদ্য নির্মিত দুটি দোকানঘর ও পাশের রেজাউল করিমের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মানিকের চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ লোকজন আগুনে পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোতাছেম বিল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি শুনেছি। ক্ষতিগ্রস্থদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে।

পাঠকের মতামত: