কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় আত্মসমর্পণকারী ৭৭ জলদস্যুর পরিবারের মাঝে র‍্যাবের ঈদ উপহার বিতরণ

কক্সবাজারের পেকুয়ায় আত্মসমর্পণকারী জলদস্যুদের পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেছে র‌্যাব।

সোমবার দুপুরে পেকুয়া জিয়াউর রহমান উপকূলীয় কলেজ হলরুমে এক সমাবেশের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।

কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসা ৭৭   জলদস্যুর পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করেন র‌্যাবের এসপি আনোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, র‌্যাবের এএসপি মুরাদ হাসান, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম, পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার ও জলদস্যুদের আত্মসমর্পণপূর্বক স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তাকারী সাংবাদিক একরাম হোসেন।

পাঠকের মতামত: