কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় অস্ত্রসহ যুবক প্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ মো. জাকির হোসেন (৩৫) নামে এক যুককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এসময় তার কাছ থেকে ৩টি পাইপগান, ২টি এলজি, ২টি রামদা ও ৪টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার জাকির হোসেন পেকুয়ার টৈটং ইউনিয়নের কাটা পাহাড় গ্রামের কবির আহমদের ছেলে।

আজ মঙ্গলবার (৪ মে) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি বলেন, গোপন সংবাদে গতকাল রাত ৯টার দিকে পেকুয়ার টৈইটং ইউনিয়নের বনকানন বাজার এলাকায় অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জাকিরকে গ্রেপ্তার করা হয়। পরে জাকিরের দেয়া তথ্যমতে তার অফিস কক্ষের কাঠের ছোট আলমারির পেছন থেকে ৩টি পাইপগান, ২টি এলজি, ২টি রামদা ও ৪টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। গ্রেপ্তার জকিরকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: