কক্সবাজার, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় ট্রাকচাপায় ব্যবসায়ীর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় লবণবাহী ট্রাক চাপায় এক আব্দু সালাম (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী স্টেশনে কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দু সালাম পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বকসুমুড়া এলাকার নুরুল আলমের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী এবং খুচড়া মরিচ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের বরাতে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, রোববার সকালে আব্দু সালাম বাড়ি থেকে পেকুয়া বাজারে মরিচ কিনতে যান। বিকালে তিনি মরিচ কিনে ফিরছিলেন।ফেরার সময় তিনি পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী স্টেশনে কলেজ গেইট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী লবণবাহী একটি ট্রাক আব্দু সালামকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রাকের নিচ থেকে ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করেছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: