কক্সবাজার, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

পিএসএলে দল পেলেন তিন বাংলাদেশি ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) রিপ্লেসমেন্ট ড্রাফটে দল পেলেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান, লিটন দাস ও মাহমুদউল্লাহ। এই ড্রাফটে রাখা হয়েছিল ১৩৪ জন বিদেশি খেলোয়াড়কে।

ভার্চুয়াল নিলামে সাকিবকে নিজেদের করে নিয়েছে লাহোর কালান্দার্স, মুলতান সুলতানের জার্সিতে দেখা যাবে মাহমুদুল্লাহকে এছাড়া লিটন দাসকে দলে ভিড়িয়েছে করাচি কিংস৷

করোনার কারণে মাত্র ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবার পরেই মার্চে স্থগিত হয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। এখন স্থগিত হওয়া পিএসএল শুরু হতে যাচ্ছে আগামী জুনে। বাকি ম্যাচগুলোর জন্য নতুন করে খেলোয়াড় নিলামের আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ষষ্ঠ আসরের নিলামে বাংলাদেশ বেশ কয়েকজন ক্রিকেটারের নাম থাকলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি দলে নিতে। এবার পাঁচ টাইগার ক্রিকেটার ছিলেন নিলামে। সেখানে জায়গা হয় সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ এবং সাব্বির রহমানের।

এবারের নিলামের সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান। ডায়মন্ড ক্যাটাগরিতে তামিম ইকবাল। সিলভার ক্যাটাগরিতে লিটন দাস, তাসকিন আহমেদ ও সাব্বির রহমান।

পাঠকের মতামত: