কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

নৌকায় করে ইন্দোনেশিয়ার উপকূলে ১৮৫ জন রোহিঙ্গা

রোববার ১৮৫ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটি নৌকা ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে পৌঁছেছে।
স্থানীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার কর্মকর্তা জানান, গত বছরের শেষের দিকেও বাংলাদেশের শরণার্থী শিবির থেকে শত শত রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় পালিয়ে এসেছিলেন৷

রোববার স্থানীয় সময়, দুপুর আড়াইটার দিকে আচেহতে এসে পৌঁছায় রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি৷ তাদের মধ্যে অর্ধেকেরও বেশি ছিলেন নারী ও শিশু৷ ঐ অঞ্চলের দুর্যোগ সংস্থার প্রধান রিদওয়ান জামিল রয়টার্সকে এ তথ্য জানান৷

রিদওয়ানের শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে শরণার্থীরা দল বেঁধে বসে আছেন৷ কেউ কেউ বালির উপর শুয়ে আছেন৷

গত কয়েক মাসে শত শত রোহিঙ্গা আচেহ পৌঁছেছেন, যার মধ্যে ডিসেম্বরের শেষ দিকে ১৭৪ জনকে নিয়ে উপকূলে ভেসে যাওয়া একটি নৌকাও রয়েছে৷

জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, রোহিঙ্গাদের জন্য এক দশকের মধ্যে ২০২২ সালটি সমুদ্রে সবচেয়ে যন্ত্রণাদায়ক বছর বলে মনে করা হচ্ছে৷

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে দীর্ঘদিন ধরে নির্যাতিত রোহিঙ্গারা৷ বছরের পর বছর ধরে অনেক রোহিঙ্গা প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পালিয়ে আসেন৷ এরমধ্যে বড় সংখ্যক আশ্রয় নিয়েছেন বাংলাদেশে৷ অনেকে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পালিয়ে আসেন৷

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্তারা শনিবার জানিয়েছে, আচেহের জেলেরা রোন্ডো দ্বীপের কাছে তিনটি নৌকা দেখতে পেয়েছেন যেগুলোরোহিঙ্গাদের বহন করছিল বলে তাদের সন্দেহ৷ রোববার যে নৌকাটি উপকূলে পৌঁছেছে সেটি তাদের মধ্যে একটি কিনা তা স্পষ্ট নয়৷

রোহিঙ্গারা বলছেন, তারা আর বাংলাদেশে স্বাগত নন প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে জনাকীর্ণ পরিস্থিতিতে বাস করেন, যার বেশিরভাগ ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর মারাত্মক দমনপীড়ন থেকে বাঁচতে পালিয়ে আসেন৷

মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলি জানিয়েছে, শিবির ছেড়ে রোহিঙ্গাদের চলে যাওয়ার সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়ে গেছে৷ তাদের বৃহত্তর অংশের দেশত্যাগের কারণ কী তা স্পষ্ট নয়৷ তবে কিছু অধিকারকর্মী বিশ্বাস করেন যে দক্ষিণ-পূর্ব এশিয়ার আশেপাশে কোভিড বিধিনিষেধ তুলে নেওয়া এর একটি কারণ হতে পারে৷

পাঠকের মতামত: