কক্সবাজার, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নাশকতা মামলায় চকরিয়ার সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় নাশকতা মামলায় পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা নূর হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে পুলিশ নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

নূর হোসেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাজার পাড়ার মৃত আহমদ কবিরের ছেলে ও ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ২০১৩ সালে সরকার পতনের আন্দোলনে বিএনপি’র নেতা-কর্মীদের নিয়ে নাশকতা চালায় নুর হোসেন। পরে ওইসব ঘটনায় তার বিরুদ্ধে চকরিয়া থানায় নাশকতা ও পুলিশ এসল্টে মামলা দায়ের পর। পরে আদালত তার বিরুদ্ধে ওয়ারেণ্ট জারি করেন।

তিনি আরো বলেন, আদালতকৃর্তক ওয়ারেন্টের পর তিনি পলাতক ছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নাশকতা মামলার পর নুরু হোসেন স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে ১ং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পদের জন্য বেশ চেষ্টা তদবির চালান। কিন্তু তার বিরুদ্ধে সরকারি বিরোধী আন্দোলনে অংশ গ্রহণসহ নাশকতা মামলা থাকায় তাকে দলে জায়গা দেননি পৌর আওয়ামী লীগের নেতারা। নাশকতা মামলার আসামী নুরু হোসেন চলতি পৌরসভা নির্বাচনেও ১নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ নেতাদের সমর্থন না পাওয়ায় তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন।

পাঠকের মতামত: