কক্সবাজার, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

টেকনাফে র‍্যাবের অভিযান

দেড় লক্ষ ইয়াবাসহ মাদক কারবারী ‘জোলেখা’ আটক

টেকনাফে র‌্যাব-১৫ সদস্যরা হ্নীলা ইয়াবা মওজুদের গোডাউন হিসাবে ক্ষ্যাত লেদা লামার পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে প্রায় দেড় লক্ষ ইয়াবাসহ মাদক কারবারে জড়িত জোলেখা নামে এক নারীকে আটক করা হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়, ১৭ নভেম্বর গভীর রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৫ এর টেকনাফে দায়িত্বরত (সিপিসি-১) ক্যাম্পের একটি চৌকষ দল নিজস্ব গোয়েন্দা সংবাদের তথ্য অনুযায়ী হ্নীলা ইউনিয়ন পূর্ব লেদা লামার পাড়ার মাদক ব্যবসায় জড়িত মোঃ আবুল কাশেমের বাড়িতে অভিযানে গেলে অত্র এলাকার বেশ কয়েকজন চিহ্নিত মাদক কারবারী সু-কৌশলে পালিয়ে যায়। এরপর বাড়িটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ১লক্ষ, ৪৯হাজার, ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারে জড়িত রাসেলের স্ত্রী জুলেখা বেগম (২০) কে আটক করতে সক্ষম হয় র‍্যাব। এই ইয়াবা গুলোর বাজার মূল্য ৭কোটি, ৪৮লক্ষ, ৫০ হাজার টাকা।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ টেকনাফ শাখার দায়িত্বে থাকা লে.শাহেদ মির্জা মাহতাব জানান আটক মাদক কারবারী নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।####

পাঠকের মতামত: