কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

দেড়যুগ আগে বাংলাদেশে আসা রোহিঙ্গা যুবক আটক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক রোহিঙ্গা যুবককে (২২) আটক করেছে পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) উপজেলার রাণীগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয় বলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল হক জানান।

আটক ২২ বছর বয়সী রুবেল মিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালি শরণার্থী শিবিরের বাসিন্দা।

ওসি রাশিদুল হক বলেন, ওই যুবক মিরাশী এলাকায় ভবঘুরের মত চলাফেরা করছিলেন।

শুক্রবার রাতে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

রুবেলকে শরনার্থী ট্রানজিট ক্যাম্পে পাঠানোর জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আটক রুবেলের পরিচয় শনাক্ত করেছেন।

তিনি জানান, ওই যুবকের বয়স যখন ৫ বছর ছিল; তখন যে কোনভাবে সে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে চলে আসে। পরে গত ১৮ বছর ধরে এ দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছে। সে এর আগেও দেশের বিভিন্ন স্থানে কয়েকবার পুলিশের হাতে আটক হয়।

পাঠকের মতামত: