কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

থার্ডহ্যান্ড ধূমপান: ধূমপায়ীর পোশাক থেকেও হতে পারে ক্ষতি

যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, তামাক দূষণের শিকার কেনো দেয়াল, বিছানা, কার্পেট বা সিগারেটের গন্ধ আছে এমন ঘরের অন্য যেকোনো বস্তুর পৃষ্ঠতল, ধূমপায়ীর শরীর এবং পোশাক থেকেও পাশের জনের নিকোটিন গ্রহণ করা হয়ে যেতে পারে। এটিকেই বলা হচ্ছে ‘থার্ডহ্যান্ড ধূমপান’।

ধূমপানের ফলে এই যে বিভিন্ন পৃষ্ঠতলে নিকোটিনসহ সিগারেটের নানা বিষাক্ত রাসায়নিক লেগে থাকছে, সেগুলো ধীরে ধীরে পরিবেশে উন্মুক্ত হয়। এটি এমন স্থানেও ঘটতে পারে যেখানে হয়তো এর আগে কখনোই ধূমপান করা হয়নি।

গবেষণায় আরো অস্বস্তিকর যে বিষয়টি বেরিয়ে এসেছে সেটি হলো, এভাবে যে পরিমান ক্ষতিকর রাসায়নিক পরবর্তীতে পরিবেশে উন্মুক্ত হয় তা বদ্ধ স্থানে ১০টি সিগারেট পান করলে একটি সিগারেটের সমান হয়। এভাবেই বিষয়টি ব্যাখ্যা করেন গবেষণা প্রতিবেদনের লেখক ইয়েল ইউনিভার্সিটির রাসায়নিক ও পরিবেশ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড্রিউ গেন্টনার।

পাঠকের মতামত: