নিজস্ব প্রতিবেদক::
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজার জেলা ইয়োগা এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইয়োগা প্রশিক্ষণ কর্মসূচি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ইনডোর স্টেডিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ।
জেলা ইয়োগা এসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈনুদ্দিন মিল্কীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চাশজন ইয়োগা খেলোয়াড় অংশ নেন। প্রশিক্ষণ শেষে ইয়োগা প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়।
পাঠকের মতামত: