কক্সবাজার, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

টেকনাফ গবাদিপশুর হাট পন্ড, ইজারাদারকে জরিমানা

মুহাম্মদ জুবাইর, টেকনাফ::

করোনা সংক্রমণ থেকে বাঁচতে জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করায় টেকনাফ পৌরসভার গবাদিপশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ২২ মার্চ (রোববার) দুপুরে সাপ্তাহিক হাট বসানোর খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল মনসুর এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে টেকনাফ পৌরসভার গবাদিপশুর হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা ও হাট বাজার পন্ড করে দেয়।

অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল মনসুর বলেন- করোনা ভাইরাস প্রতিরোধে জনস্বার্থে জেলা প্রশাসন, কক্সবাজার কর্তৃক প্রদত্ত সব ধরণের গরু ও পশুর হাট বন্ধ রাখার নির্দেশনা অমান্য করায় টেকনাফ পৌরসভার ডেইল পাড়ায় গরুর হাট বসানোয় ইজারাদারকে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রদত্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তনি।

পাঠকের মতামত: