কক্সবাজার, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

টেকনাফে ১ লাখ ১০ হাজার ইয়াবা ফেলে পালালো কারবারি

কক্সবাজার টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিফাত তাসনিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের কুলাল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আভিযানিক দল কুলাল পাড়া এলাকার মো. আলমগীরের বাড়িতে অভিযান পরিচালনা করে বসতঘরের শয়নকক্ষে একটি ব্যাগের ভিতর টিস্যু পেপার মোড়ানো ১ লাখ ১০ হাজার  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এসময় মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। মো. আলমগীর  (৩৯) টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ড কুলাল পাড়া এলাকার মুজাফফর আহমদের পুত্র।

সিফাত তাসনিম আরও জানান, পলাতক আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত: