কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

টেকনাফে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফে ১টি ওয়ান শুটারগান অস্ত্রসহ এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, বৃহস্পতিবার রাতে টেকনাফের হ্নীলা মোচনী শিয়াল্লাগোনা গ্রামের নতুন জামে মসজিদের পূর্ব পার্শ্বে পাঁকা রাস্তার উপর থেকে মো. সুলতানের ছেলে মো. ইয়াকুবকে (৫৫) আটক করা হয়।

এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরো জানান, কয়েকজন অস্ত্র ব্যবসায়ী একটি বাসযোগে উখিযার পালংখালী হতে টেকনাফের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করা হয়। কিছুক্ষণ পর একটি বাস চেকপোস্টের সামনে আসলে র‌্যাব-১৫ এর সদস্যরা থামানোর সংকেত দিলে বাস হতে কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় মোঃ ইয়াকুবকে আটক করা হয়।

তার দেহ তল্লাশী করে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এসময় তার সহযোগী দুইজন বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে মো. ইয়াকুব স্বীকার করেন পলাতক আসামীদের সহযোগীতায় সে বিভিন্ন সময় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

পাঠকের মতামত: