কক্সবাজার, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

টেকনাফে মালয়েশিয়া পাচারের উদ্দেশে অপহৃত দুইজন উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে দুই যুবককে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহরণ করে হাত বদলের সময় দুইজনকে উদ্ধার করেছে টেকনাফ থানার পুলিশ। এ সময় পাচার চক্রের ২ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ পৌরসভার শাপলা চত্বরের এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক পাচারকারীরা হলেন: রামু রশিদ নগরের আব্বাস উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২০) ও একই এলাকার ছালেহ আহমদের ছেলে মো. হাসান (২৫)।
উদ্ধার ব্যক্তিরা হলেন: মো. আকাশ (২১), রহমত উল্লাহ (১৮)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদে খবর ছিল এক রোহিঙ্গা ও স্থানীয় আরও এক যুবককে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা বন্দি করে রাখেন। এমন তথ্যে পেয়ে পুলিশের একটি টিম টেকনাফ শাপলাচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে দুই যুবককে উদ্ধারসহ পাচারকারী দলের দুই সদস্যকে আটক করা হয়। এদের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের আটকে পুলিশের টিম অভিযান পরিচালনা করছেন।

টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) সনজীব কুমার জানান, উদ্ধার যুবকদের তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের টর্চারসেল খ্যাত সাবরাং নয়াপাড়া বাজারস্থ আবুল ফয়েজের টমটম গ্যারেজে পুলিশ অভিযানে নামে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত অপহরণকারী মো. লালুসহ চক্রের অপরাপর সদস্যরা পালিয়ে যায়। সে সময় ঘটনাস্থল থেকে অপহৃতদের ব্যবহৃত মোবাইল ফোন ও কাপড়চোপড় উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত: