কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত নুরুল আলম একই এলাকার লাল মিয়ার ছেলে। শনিবার সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, শনিবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার স্থানীয় মসজিদে প্রতিদিনের মত নামাজ আদায় করতে যান। পরে নামাজ শেষে বাড়ীর পিছনে নিজের পানের বরজে পানি দিতে বাড়ীর বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে অসতর্কতা বশত বৈদ্যুতিক শক লাগে। এসময় তিনি ছিটকে পড়ে শোর চিৎকার করেন।
পরে স্থানীয়রা এগিয়ে এসে নুরুল আলমকে উদ্ধার করেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
গিয়াস উদ্দিন জানান, মৃতের পরিবারের স্বজনদের কারও বিরুদ্ধে কোন ধরণের অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত: