মোঃ শাহীন, টেকনাফ::
টেকনাফে করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় জেলে পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে র্যাব-১৫। জেলে ও অতিদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার রাত ১১টার সময় বাহারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন জেলে পরিবারের ঘরে ঘরে গিয়ে তাদের মাঝে ত্রাণ সামগ্রী ,মাস্ক এবং লিফলেটও বিতরণ করা হয়েছে।
টেকনাফ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ শাহ আলম বলেন, করোনা মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটি এবং লকডাউনের কারণে বিশেষ করে কিছু দুঃখী জেলে পরিবারের লোকজন বিপাকে পড়েছেন। তাই তাদের বাড়ি বাড়ি গিয়ে খাবারের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। জেলে পরিবারের মাঝে চাউল, আলু, ডাল, তেল, লবণ, সাবানসহ মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। র্যাবের নিজস্ব অর্থয়ানে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছেন।
তিনি বলেন, সীমান্ত জনপদ এই উপজেলায় কিছু গরীব দুঃখী খেটে খাওয়া জেলে পরিবার অসহায় হয়ে পড়েছেন। তাই সরকারের পাশাপাশি র্যাবও রাতে তাঁদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নিয়েছেন। এই ত্রাণ সামগ্রী অসহায় মানুষের মাঝে এ সহায়তা চলমান থাকবে।
পাঠকের মতামত: