কক্সবাজার টেকনাফে প্রনব ধর (৫৪) নামে এক জুয়েলারি প্রতিষ্ঠানের ব্যবসায়ীর বাড়ির জানালার রড কেটে ঢুকে নগদ টাকাসহ ২১ লাখ টাকার স্বর্ণ অলংকার চুরির অভিযোগ উঠেছে।
টেকনাফ সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নতুন পল্লান পাড়া এলাকার মৃত দয়াল হরি ধরের পুত্র প্রনব ধর, মেসার্স স্বর্ণ মেলা শিল্পী জুয়েলার্সের মালিক।
আজ শুক্রবার প্রনব ধর বাদী হয়ে টেকনাফ মডেল থানায় অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করে বলেন,এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, পুলিশের একটি টিম কাজ করছে, জড়িত যেই হোক না কেন, ছাড় দেওয়া হবে না। দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
অভিযোগে উল্লেখ করে বলেন, সে টেকনাফ পৌরসভার লামার বাজার এলাকায় জুয়েলারি দোকান ব্যবসা করে আসছে। গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে প্রনব ধর ও তার স্ত্রী শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ঘরের দরজা তালা লাগিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অজ্ঞাতনামা ১০/১২ জন লোকজন বাড়ির জানালার রড কেটে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমিরা লক ভেঙ্গে আলমারির ভেতরে থাকা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা তার স্ত্রীর ব্যবহৃত ১০ ভরি স্বর্ণ অলংকার যাহার আনুমানিক ১৩ লাখ, বসত ভিটা, ব্যাংকের একাধিক কাগজ পত্র, বিভিন্ন মামলাসহ প্রায় ৭ লাখ টাকা সহ গুরুত্বপূর্ণ জিনিস লুটপাট করে নিয়ে যায়।
আরও উল্লেখ করে বলেন, ঘটনার একইদিন আমার একই ঘরের আলাদা কক্ষে বসবাসরত আমার দোকানের কর্মচারী সঞ্জিত আচর্য (৪০) ও পঙ্কজ ধর (৩০) প্রতিদিনের ন্যায় রাতে ঘুমাতে বাসায় এসে আমার ঘরের জানালা ভাঙ্গা দেখে তাৎক্ষণিক ঘটনার বিষয়ে আমাকে অবহিত করেন। পরে আমি আমার স্ত্রীকে চট্টগ্রাম রেখে দ্রুত টেকনাফ বাসায় এসে বাড়িতে প্রবেশ করে দেখি টাকা, স্বর্ণ, গুরুত্বপূর্ণ কাগজ পত্র ও জিনিসপত্র নেই।
তিনি বলেন, ঘটনায় যারা সম্পৃক্ত তারা পেশাদার ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তাই বিষয়টি এলাকার গণ্যমান্য অবহিত করেছি এবং টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অজ্ঞাতনামা বিবাদীদের চিহ্নিত করে তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি সেনাবাহিনী, র্যাব, পুলিশ,বিজিবি ও কোস্টগার্ডসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সুদৃষ্টি কামনা করেন।
টেকনাফ সদরের ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল ফারুক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, জড়িতদের খোঁজে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
পাঠকের মতামত: