আব্দুস সালাম, টেকনাফ::
কক্সবাজারের টেকনাফে সমুদ্র সৈকতের উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও সামুদ্রিক মাছ জব্দ করে স্থানীয় এতিমখানা এবং অসহায়দের মাঝে বিততরণ করেছে কোস্টগার্ড সদস্যরা।
রবিবার কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৫ লক্ষ ৭০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করে। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছগুলো স্থানীয় গরীব অসহায় ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
পাঠকের মতামত: