কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

টেকনাফে এক মহিলা মাদক পাচারকারী আটক

গিয়াস উদ্দিন ভূলু, টেকনাফ :;
টেকনাফ সড়ক দিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচার করার সময় বিপুল পরিমান ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বিজিবি।
তথ্য সুত্রে জানা যায়,গত ২৫ নভেম্বর রাত সাড়ে ৯টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টের দায়িত্বরত জওয়ানেরা কক্সবাজারগামী একটি পালকী পরিবহনে সন্দেহভাজন ১টি ব্রিফকেট তল্লাশী করে ৫ হাজার, ৫শত ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় হ্নীলা ফুলের ডেইল এলাকার জনৈক আব্দুস সালামের মেয়ে সুফাইয়া আক্তার (১৬) কে আটক করতে সক্ষম হয় বিজিবি। আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরে করার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য,হ্নীলা ইউনিয়নের অন্তর্গত সীমান্ত এলাকার ইয়াবা কারবারীরা আড়ালে থেকে সু-কৌশলে বেশী টাকার লোভে অসহায় শিশু-কিশোরীদের ব্যবহার করে ইয়াবা পাচার অব্যাহত রেখেছে।
মাদক কারবারে জড়িত এই সমস্ত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবী করছে স্থানীয়রা।

পাঠকের মতামত: