কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

টেকনাফে আশ্রয়ণ প্রকল্পের ১০টি বসতঘর ভস্মীভূত

আব্দুস সালাম, টেকনাফ::

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ১০টি বসতঘর আগুনে ভস্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের রসুলাবাদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আশ্রয়ণ প্রকল্পের পাশে আজিজুল হকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়দের ধারণা। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পূর্বে ঘণ্টা খানিকের মধ্যেই আগুনে আজিজুল হক, ইব্রাহীম, ফরিদা বেগম, বুলবুলি, ছবুরা খাতুন, জাহাঙ্গীর, হামিদ, ছৈয়দ হোছন ও বাদশাসহ ১০জনের বসতঘর ভস্মীভূত হয়ে যায়। কেউ বাড়ি-ঘরের আসবাবপত্র পর্যন্ত বের করতে পারেনি বলে জানায় ক্ষতিগ্রস্থরা।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, ১৯৯৮ সালের দিকে তৈরি করা এই আশ্রয়ণ প্রকল্প এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তা মেরামত ও সংস্কারের জন্য সরকারের উর্ধতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। ক্ষতিগ্রস্থরা এখন খোলা আকাশের নিচে স্বপরিবারে অবস্থান করছেন।

পাঠকের মতামত: