কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

টেকনাফে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভা উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, বিশেষ অতিথি ছিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জহীর হোসেন এমএ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের পরিদর্শক বিদ্যুৎ বিহারী, আওয়ামী লীগ নেতা সোনা আলী ও আবুল কালাম। টেকনাফ পৌরসভার নিবার্হী কর্মকর্তা নজরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবির প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি।

পাঠকের মতামত: