কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

টেকনাফে অপহরণ চক্রের প্রধান বদরুজ গ্রেফতার

টেকনাফে ভয়ংকর অপহরণ চক্রের নেতা বদরুদ্দোজা ওরফে বদরুজকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, বদরুজের কাছ থেকে একটি বন্দুক, দুটি ওয়ান শুটার গান, তিনটি তাজা কার্তুজ, দুটি কিরিচ, একটি রাম দা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

বদরুজ দীর্ঘদিন ধরে বাহারছড়া ও হোয়াইক্যং এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতি ও অপহরণ চক্র পরিচালনা করে আসছিল। সম্প্রতি তার নেতৃত্বে হোয়াইক্যং থেকে ১১ জন কৃষক এবং বাহারছড়া থেকে ডা. জহির অপহরণের শিকার হন। মুক্তিপণ আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হলেও এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বদরুজ খুবই ধূর্ত প্রকৃতির। সে ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাকে ধরতে সময় লেগেছে।

জিজ্ঞাসাবাদে বদরুজ স্বীকার করে, অপহরণ কাজে ব্যবহারের জন্য অস্ত্র মজুদ রাখা হতো ডাকাত জলিলের বাড়ির লাকড়ির স্তুপের নিচে। সেখান থেকে অস্ত্র বের করে দলের সদস্যদের দিয়ে অপহরণ কার্যক্রম পরিচালনা করত তারা।

গ্রেফতারের পর পুলিশ বাহারছড়ার ওই লাকড়ির স্তুপ থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করে।

ধৃত বদরুজের বিরুদ্ধে সাতটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে অস্ত্র মামলাও দায়ের করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেওয়া মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “অপরাধ দমনে পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় আমরা এলাকায় শান্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।”

পাঠকের মতামত: