কক্সবাজার, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

টেকনাফে অটোরিকশায় মিলল ৮০ হাজার ইয়াবা

কক্সবাজারের টেকনাফের হ্নীলার আলীখালী এলাকায় অটোরিকশায় থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ অভিযান চালায়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হ্নীলার আলীখালী এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার হতে পারে, এমন খবরে সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। সকাল সাড়ে ৬টার দিকে অটোরিকশা চেকপোস্টের কাছে এলে তল্লাশির জন্য সংকেত দিলে রিকশা থাকা একজন যাত্রী লাফ দিয়ে পালিয়ে যায়।

পরে ওই অটোরিকশা থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত: